Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ভিজিডিকার্যক্রমঃ

·       নির্বাচিত উপকারভোগীগণ প্রতিমাসে 30 কেজি গম/চাল পেয়ে থাকেন।

·       এই কর্মসূচি দুই বছর ব্যাপী চলমান(জানু/2011- ডিসে/2012)

·       মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ এনজিও(সাম্য উন্নয়ন মহিলা সংস্থা)ভিজিডি উপকারভোগীদের প্রশিক্ষণ(আয়বর্ধকমূলক,

        জীবন   দক্ষতা) প্রদান করে।

·       মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ এনজিও(সাম্য উন্নয়ন মহিলা সংস্থা)ভিজিডি উপকারভোগীদের কাছ থেকে মাসিক 40

        টাকা সঞ্চয় সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট এনজিও-এর সাথে যৌথ ব্যাংক

        হিসাবে জমা রাখা হয়।চক্র শেষে উক্ত সঞ্চয়ের টাকা ফেরত প্রদান করা হবে।

ভিজিডি পাওয়ার শর্তঃ

·       অতিমাত্রায় খাদ্য নিরাপত্তাহীন

·       প্রকৃত অর্থে ভূমিহীন

·       বসতবাড়ীর অবস্থা খুবই নিম্নমানের।

সেবা পাওয়ার স্থানঃ

·       ইউপি সদস্য(পুরুষ/মহিলা)

·        ইউনিয়ন পরিষদ

·       উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

·       উপজেলা নির্বাহী অফিসারের কার্যা

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালভাতা প্রদান কার্যক্রমঃ

·       এই কর্মসূচি2(দুই) বছর ব্যাপী চলমান

·       বাজেট পাওয়া সাপেক্ষে6 মাস পরপর মাসিক 350/-হারে ভাতা প্রদান করা হয়।

·        মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ এনজিও( আইআরডিও) উপকারভোগীদের মা ও শিশু স্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস,

         জম্ননিবন্ধন, বিবাহ রেজিষ্ট্রেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষন প্রদান করে।

ভাতা পাওয়ার শর্তাদিঃ

·       প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল

·       মাসিক আয় 1500/- টাকার নিচে।

·       দরিদ্র পরিবারের প্রধান রোজগারী মহিলা।

সেবা পাওয়ার স্থানঃ

·       ইউপি সদস্য(পুরুষ/মহিলা)

·       ইউনিয়ন পরিষদ

·       উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

·       উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ

·       জেলার স্থায়ী বাসিন্দা, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক রেজিস্টেশনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য অথবা মহিলা বিষয়ক

       অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত  যেকোন দুঃস্থ, অসহায়, নির্যাতিত, স্বামী পরিত্যক্তা, বিধবা, অবিবাহিতা নারী অগ্রাধিকার ভিত্তিতে

       এই ঋণ পেয়ে থাকেন। গাজীপুর জেলায় মোট 180 জনকে 23,2300/- টাকা ঘূর্নায়মান ঋণ বিতরণ করা হয়েছে।

·       বয়সসীমাঃ18-55 বছর।

·       ঋনের পরিমানঃ সর্বোচ্চ15,000 ও সর্বনিম্ন 5,000/-

·       সার্ভিস চার্যঃ5%

·       কিস্তির শুরুঃ ঋণ গ্রহণ করার 2 মাস পর  থেকে মাসিক 12 কিস্তিতে ঋন পরিশোধযোগ্য।

ঋণ পাওয়ার পদ্ধতিঃ

·       সরাসরি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়  থেকে আবেদনপত্র সংগ্রহ করে

        পূরণ পূর্বক উক্ত কার্যালয়ে জমা দিলে উপজেলা কমিটি কর্তৃক বিধি  মোতাবেক প্রয়োজনীয় তথ্যাদি যাচাই বাছাই সাপেক্ষে ঋণের

        আবেদন মঞ্জুর করা হয়।